ওয়েব ডেভেলপমেন্ট করে কিভাবে অনলাইন থেকে আয় করা যায়?

একটি ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইটের তথ্যগুলো ডেটাবেসে সংরক্ষণ করে ওয়েবসাইটটি ইন্টারনেটে লাইভ করার পর্যন্ত প্রক্রিয়াকে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়ে থাকে। বিগত পঁচিশ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী ওয়েব ডেভেলপারের চাহিদাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আজকের এই পোস্টে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।



ওয়েব ডেভেলপমেন্ট


ওয়েব ডেভেলপমেন্টের গুরুত্ব


এই তথ্য প্রযুক্তির যুগে ওয়েব ডেভেলপমেন্টের গুরুত্ব অপরিসীম। বর্তমান যুগে একটি ব্যবসাকে দেশ অথবা পৃথিবীজুড়ে প্রচার করার জন্য ইন্টারনেটের থেকে সহজ উপায় আর হতে পারে না। অতএব ইন্টারনেটে আপনাকে ব্যবসা বা অন্য কোন প্রতিষ্ঠানকে প্রচার করতে হলে অবশ্যই আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। এইজন্য বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে'শুরু করে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান সকলেই অনলাইনে তাদের প্রচার - প্রচারণা বাড়ানোর উদেশ্যে নিজেদের ওয়েবসাইট ডেভেলপ করছে। শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানই নয় একজন ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকলেই নিজেদেরকে অনলাইনে উপস্থাপন করার জন্য তাদের নিজেস্ব ওয়েবসাইট ডেভেলপ করছে। এর ফলে ওয়েব ডেভেলপমেন্টের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।


একজন ওয়েব ডেভেলপার হিসাবে আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে?


ইন্টারনেটে মানুষের আগ্রহ যত বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই ইন্টারনেটে ওয়েবসাইটের সংখ্যাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দ্রুতহারে ওয়েবসাইটের সংখ্যা বৃদ্ধি পেলে স্বাভাবিক ভাবেই ওয়েব ডেভেলপারের চাহিদাও বৃদ্ধি পাবে সুতরাং বর্তমানে একজন ওয়েব ডেভেলপার হতে পারলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। বর্তমানে ওয়েব ডেভেলপারের চাহিদা প্রচুর এবং তাদের বেতনও অনেক বেশি। পৃথিবীর সর্বোচ্চ বেতনের ১০ টি জবের মধ্যে ওয়েব ডেভেলপার একটি। সুতরাং আপনি বুঝতেই পারছেন একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসাবে আপনার জব পাওয়া খুব একটি কঠিন বিষয় নয়।


আপনি যদি জব না করতে চান তাহলে একজন ওয়েব ডেভেলপার হিসাবে ফ্রিল্যান্সিং করতে পারেন অথবা নিজেই একটি কোম্পানি খুলতে পারেন। একজন ওয়েব ডেভেলপার হিসাবে বিভিন্ন উপায়ে আপনি আপনার ভবিষ্যৎ গড়তে পারবেন। বর্তমান সময়ে একজন ওয়েব ডেভেলপারের বেতনও অনেক বেশি সুতরাং যদি অর্থনৈতিক ভাবে চিন্তা করে থাকেন তাহলে ওয়েব ডেভেলপমেন্টকে পেশা হিসাবে বেছে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত হবে।


ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কি কি জানা প্রয়োজন?


ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে। কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না এবং মানুষকেও কম্পিউটারের ভাষা বুঝতে অনেক কষ্ট করতে হয় সুতরাং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটি মাধ্যম যেটি মানুষ এবং কম্পিউটার উভয়ের পক্ষে বোঝা সম্ভব হয়। ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে, পড়তে এবং ভালোভাবে বুঝতে জানতে হবে। ওয়েব ডেভেলপমেন্টের মূলত তিনটি ধাপ আছে সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো :-


•  Front-end Development: আপনার ওয়েবসাইটটির গঠন কেমন হবে এবং দেখতে কেমন হবে এগুলো নির্ধারণ করাকে Front-end Development বলা হয়। উদহারণস্বরূপ বলা যায়, আপনার ওয়েবসাইটটি একজন ব্যবহারকারী কোন রূপে তাঁর ব্রাউসারে দেখতে পাবে এবং ওয়েবসাইটের কোন বাটনে ক্লিক করলে কি হবে এগুলো Front-end Development এর মাধ্যমে নির্ধারণ করা হয়।

•  Back-end Development: ডাটাবেস থেকে ডাটা সংগ্র করে সেটি আপনার ওয়েবসাইট ভিসিটরকে দেখানোর প্রক্রিয়াটি মূলত Back-end Development এর মাধ্যমে করা হয়। উদহারণস্বরূপ বলা যায়, আপনার ওয়েবসাইটে কেউ প্রবেশ করলে তখন কোন ইউসারকে কি ডাটা দেখানো হবে এবং আপনার ওয়েবসাইটের কোনো বাটন বা অন্যকিছুতে ক্লিক করলে তখন কি ডাটা দেখানো হবে এগুলো মূলত Back-end Development এর মাধ্যমে নির্ধারণ করা হয়।

•  Database Management: ওয়েবসাইটের সকল ভিসিটরের তথ্যকে যে জায়গায় সংরক্ষিত করা হয় তাকে ডাটাবেস বলা হয়ে থাকে। উদহারণস্বরূপ বলা যায়, আপনার ওয়েবসাইট ব্যবহারকারীর নাম, ইমেইল, পাসওয়ার্ড অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো ডাটাবেসে সংরক্ষণ করা হয়ে থাকে আর এই ডাটাগুলো কোন কাঠামোতে সংরক্ষণ করা হবে বা কিভাবে ডাটাগুলো ম্যানেজ করা হবে এই প্রক্রিয়াগুলোকে Database Management বলা হয়ে থাকে।

উপরের উল্লেখিত তিনটি ধাপ সম্পূর্ণ করেই মূলত একটি ওয়েবসাইটকে ইন্টারনেটে লাইভ করা হয়।


আরো পড়ুন :- ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে আয় করা যায় সেই সম্পর্কে জানতে নিচের পোস্টটি পড়ুন।

পোস্ট :- ডিজিটাল মার্কেটিং কী এবং কিভাবে এর মাধ্যমে আয় করা যায়?


একটি ওয়েবসাইটের Front-end Development এর জন্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উভয় ব্যবহার করা হয় যেমন :-


•  HTML: HTML এর পূর্ণ অর্থ হলো Hypertext Markup Language, এটি মূলত একটি ওয়েবসাইটের কাঠামো গঠনের জন্য ব্যবহৃত হয়।

•  CSS: CSS এর পূর্ণ অর্থ হলো Cascading Style Sheets, এটি মূলত ওয়েবসাইটের কাঠামোকে বিভিন্ন ভাবে ডিজাইন করে সেটিকে সুন্দর করে তোলার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও ওয়েবসাইটটি যাতে সকল ডিভাইসে ভালোভাবে দেখা যায় সেটি নিশ্চিত করতেও এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়।

•  Javascript: এটি মূলত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা যেতে পারে। এটির মাধ্যমে মূলত ওয়েবসাইটের কোনো বাটন অথবা লিংকে একজন ব্যবহারকারী ক্লিক করলে পরবর্তীতে কি হবে সেটি নির্ধারণ করা যায়। এছাড়াও ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে।


Front-end Development এর জন্য উপরে উল্লেখিত তিনটি ল্যাঙ্গুয়েজ একপ্রকার বাধ্যতামূলক। তবে ওয়েবসাইটকে আরও সুন্দর করার জন্য জনপ্রিয় কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন - BootstrapjQuery ইত্যাদি। এই ফ্রেমওয়ার্কগুলো মূলত ওয়েবসাইটকে রেস্পন্সিভ করার জন্য এবং ওয়েবসাইটে বাড়তি কিছু সুবিধা যোগ করার জন্য ব্যবহৃত হয়।


একটি ওয়েবসাইটের Back-end Development এর জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ব্যবহার হয়ে থাকে যেমন - Php, Java, Python ইত্যাদি। তবে বর্তমান সময়ে Back-end Development এর জন্য সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে Node Js এবং এর সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক Express Js । নোড এবং এক্সপ্রেস এই দুইটি ল্যাঙ্গুয়েজ এবং  ফ্রেমওয়ার্ক লিখতে একদম জাভাস্ক্রিপ্ট এর মতোই এই কারণে জুনিয়র ওয়েব ডেভেলপারদের মধ্যে এটি খুবই জনপ্রিয় এবং এর চাহিদাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।


একটি ওয়েবসাইটের Database Management এর জন্য মূলত দুইটি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে জনপ্রিয় SQL  এবং MongoDB তবে MongoDB এর জনপ্রিয়তা নতুন ওয়েব ডেভেলপারদের মাঝে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।


ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য মূলত এইগুলোরই প্রয়োজন হয়। তবে আপনাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে'হবে যে, উপরে উল্লেখ করা ল্যাঙ্গুয়েজগুলো শেখাই শুধু যথেষ্ট নয় বরং নিয়মিত চর্চা করতে হবে এবং এগুলো ব্যবহার করে নতুন নতুন প্রজেক্ট বানানোর চেষ্টা করতে হবে।


ওয়েব ডেভেলপারদের জন্য কিছু নেতিবাচক দিক।


একজন ওয়েব ডেভেলপারের ইনকাম অনেক বেশি হয়ে থাকে এবং আরো বিভিন্ন সুবিধার কারণে বর্তমানে প্রচুর মানুষ এই দিকে ঝুঁকছে। তবে একজন ওয়েব ডেভেলপারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন :-


•  টেকনোলজি দ্রুত পরিবর্তন হওয়ায় এবং নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ওয়েব ডেভেলপারদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে হয় এবং শিখতে হয়। অনেক সময় দেখা যায় ওয়েব ডেভেলপাররা এত সব কিছু মনে রাখতে পারে না এবং এটি বিভিন্ন প্রকার মানসিক চাপ সৃষ্টি করে।

•  একজায়গায় বসে সারাদিন কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে সেটি চোখ এবং শরীরের জন্য অত্যান্ত ক্ষতিকর।

•  প্রোগ্রামিংয়ের সমস্যাগুলো সাধারণত জটিল হয়ে থাকে এবং এগুলোর সমাধান করতে গেলে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর ফলে ওয়েব ডেভেলপারদের মধ্যে একধরণের অস্বস্তিবোধ কাজ করে।

•  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চেয়ে বহু কম সময়ে কোড লিখতে পারে এই কারণে অনেক ডেভেলপার চিন্তিত যে ভবিষতে তাদের জব সুরক্ষিত থাকবে কিনা।


এই কারণগুলো ছাড়াও একজন ওয়েব ডেভেলপারকে নানামুখী সমস্যায় পড়তে হতে পারে। সুতরাং আপনাকে ভালো এবং খারাপ দুইটি দিক চিন্তা করেই তবে সিদ্ধান্ত নেওয়া উচিত।


উপসংহার


ওয়েব ডেভেলপমেন্ট করে আপনি মোটা অংকের অর্থ উপার্জন করতে পারবেন তবে আপনাকে সর্বপ্রথম নিজের স্কিলের উপর গুরুত্ব দিতে হবে এবং আপনাকে নিজে থেকেই ছোট ছোট প্রজেক্টে কাজ করতে হবে। যত দিন যাচ্ছে তত নতুন টেকনোলজি নতুন ল্যাঙ্গুয়েজ জনপ্রিয় হচ্ছে সুতরাং আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে আপডেট থাকতে হবে। সর্বশেষ মনে রাখতে হবে যে অর্থের কথা খুব বেশি চিন্তা না করে নিজের দক্ষতাকে সব সময় গুরুত্ব দিতে হবে তাহলে অবশ্যই আপনি একদিন সফল ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারবেন।

Post a Comment

0 Comments