১. গুগল এডসেন্স
গুগল এডসেন্স বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞাপন নেটওয়ার্ক। অনলাইন বিজ্ঞাপন মার্কেটের প্রায় ৮০ শতাংশ দখল করে আছে গুগল। গুগল এডসেন্স এর মাধ্যমে মূলত বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। আপনার যদি একটি ওয়েবসাইট, মোবাইল অ্যাপস অথবা ইউটিউব চ্যানেল থাকে তবে আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন তবে আপনাকে অবশ্যই গুগলের গাইডলাইন অনুযায়ী চলতে হবে। নিচে গুগলের গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
এডসেন্স এর অনুমোদনের জন্য গুগলের গাইড লাইন সম্পর্কে কিছু তথ্য।
• আপনি যদি ওয়েবসাইটে এডসেন্স যুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনার আর্টিকেল গুলো ইউনিক হতে হবে এবং কোন ধরনের কপি-পেস্ট আর্টিকেল থাকলে সেটি এডসেন্স প্রোগ্রাম এর জন্য গ্রহণযোগ্য নয়।
• ওয়েবসাইটে এডসেন্স যুক্ত করতে চাইলে আপনার আর্টিকেলটি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে এবং লেখার কোয়ালিটি সুন্দর হতে হবে।
• আপনার ওয়েবসাইটটি যেন সকল ধরনের ডিভাইসে সাপোর্ট করে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
• মোবাইল অ্যাপসে এডসেন্সের বিজ্ঞাপন দেখানোর জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন অ্যাপ বানাতে হবে এবং আপনার অ্যাপ জনপ্রিয় কোনো অ্যাপস স্টোরে পাবলিশ করতে হবে।
• ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার চ্যানেলটিতে ১ হাজারের বেশি সাবস্ক্রাইবার হওয়া লাগবে এবং ৪ হাজার ঘণ্টার বেশি ওয়াচ টাইম হাওয়া লাগবে তারপর চ্যানেলটি এডসেন্স রিভিউ করবে এবং তার ফলাফল আপনাকে জানিয়ে দিবে।
২. ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক
গুগল এডসেন্স এর পরে সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। ডিজিটাল বিজ্ঞাপনে গুগলের পর সবচেয়ে বড় মার্কেট শেয়ার আছে ফেসবুকের। ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন আর্টিকেল এবং অ্যাপস বা গেমে বিজ্ঞাপন দিতে পারবেন। ফেসবুক মূলত বিজ্ঞাপন দেখার জন্য এবং বিজ্ঞাপনে ক্লিক করার জন্য উভয় ক্ষেত্রে পেমেন্ট করে থাকে। প্রথমত আপনাকে অ্যাপ ফেসবুকের কাছে সাবমিট করতে হবে তারপর ফেসবুক সেটি যাচাই করে দেখবে এবং সবকিছু ঠিক থাকলে অ্যাপটি এপ্রুভ হয়ে যাবে তবে যদি আপনি ফেসবুকের গাইডলাইন না মেনে কোন অ্যাপ ডেভেলপ করে থাকেন তাহলে সেটি রিজেক্ট হয়ে যাবে। ফেসবুকের কিছু গাইডলাইন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের অনুমোদনের জন্য গাইডলাইন সম্পর্কে কিছু তথ্য।
• আপনার অ্যাপটি যদি অ্যাডাল্ট, জুয়া অথবা রাজনৈতিক কোন বিষয় নিয়ে হয়ে থাকে তাহলে সেটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
• আপনি যদি অ্যাপের একটি স্ক্রিনে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিয়ে থাকেন তাহলে সেটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি।
• ওয়েব আর্টিকেলের ক্ষেত্রে যদি আর্টিকেলটি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে সেটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
৩. ইজোইক
ওয়েবসাইট থেকে বেশি অর্থ উপার্জনের জন্য ইজোইক সবচেয়ে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক। ইজোইক মূলত বিজ্ঞাপন দেখার জন্য পেমেন্ট করে থাকে। প্রতি এক হাজার ওয়েবসাইট ভিজিটরের জন্য অনান্য নেটওয়ার্ক গুলো থেকে ইজোইক তুলনামূলক বেশি পেমেন্ট করে থাকে। ইজোইক গুগলের সার্টিফিকেট ধারী নেটওয়ার্ক সুতরাং এটি বিশ্বাসযোগ্য একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। ইজোইকের বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখাতে হলে আপনাকে প্রথমে ইজোইকের কাছে ওয়েবসাইট সাবমিট করতে হবে এবং পরবর্তীতে ইজোইক থেকে অ্যাপ্রুভাল পেলে ওয়েবসাইটটি গুগলের কাছে রিভিউতে যাবে এবং সেখান থেকে অ্যাপ্রভাল পেলে তবেই আপনি আপনার ওয়েবসাইটে ইজোইকের বিজ্ঞাপন দেখাতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ইজোইক এবং গুগলের গাইডলাইন অনুযায়ী ওয়েবসাইটটি বানাতে হবে।
ইজোইকের গাইডলাইন সম্পর্কে নিচে কিছু তথ্য দেওয়া হলো।
• আপনার ওয়েবসাইটির আর্টিকেল গুলো অবশ্যই অরিজিনাল হতে হবে।
• আর্টিকেল গুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে।
• আপনার ওয়েবসাইটে সর্বনিম্ন ১৫ টি পোস্ট থাকতে হবে।
• আপনার আর্টিকেলটি অবশ্যই ৫০০ শব্দের বেশি হতে হবে সাধারণত ৮০০ থেকে ১০০০ শব্দের হলে সবচেয়ে ভালো হয়।
• আপনার ওয়েবসাইটটি রেসপন্সিভ হতে হবে যাতে সকল ডিভাইসে সাপোর্ট করে।
আরো পড়ুন :- অনলাইন থেকে ইনকামের বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্টটি পড়ুন।
৪. তাবুলা
তাবুলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেটিভ বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম। নেটিভ বিজ্ঞাপন অনেকটা কনটেন্ট এর মতোই হয়ে থাকে এই কারণে ভিজিটর এই বিজ্ঞাপনের দিকে সবচেয়ে বেশি আকর্ষিত হয়। সমীক্ষা অনুযায়ী নেটিভ বিজ্ঞাপনের ক্লিকের রেট সবচেয়ে বেশি হয়ে থাকে। ১০০ জন ভিজিটর বিজ্ঞাপনটি দেখলে শতকরা পাঁচজন বিজ্ঞাপনটিতে ক্লিক করে থাকে। অন্য বিজ্ঞাপনের তুলনায় নেটিভ বিজ্ঞাপনের ক্লিকের হার ২ থেকে ৩ গুণ বেশি হয়ে থাকে। তাবুলার সাথে বড় বড় পার্টনার যেমন Bloomberg, NBC News সহ অনেকেই যুক্ত আছে। এটি একটি বিশ্বাসযোগ্য বিজ্ঞাপন নেটওয়ার্ক। তাবুলাতে ওয়েবসাইট অ্যাপ্রুভাল এর জন্য কিছু শক্ত গাইডলাইন আছে এগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
তাবুলার গাইডলাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হল।
• আপনার ওয়েবসাইটে অবশ্যই প্রতিমাসে ১,৫০০০০ হাজারের বেশি পেজ ভিউ হওয়া লাগবে।
• আপনার ওয়েবসাইটে আসা ভিজিটর গুলো যদি বেশিরভাগ উন্নত দেশ থেকে হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভালের সুযোগ বৃদ্ধি পাবে।
• আপনার ওয়েবসাইটের কনটেন্ট কোয়ালিটি অবশ্যই উন্নত মানের হতে হবে।
৫. মিডিয়া.নেট
অনলাইন বিজ্ঞাপন জগতে বর্তমানে মিডিয়া.নেট একটি জনপ্রিয় নাম। মিডিয়া.নেটে ডিসপ্লে বিজ্ঞাপন, নেটিভ বিজ্ঞাপন সহ বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের ফরমেট প্রদান করা হয়ে থাকে। মিডিয়া.নেটের হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। মিডিয়া.নেট Forbes, MSN, CNN, Reuters সহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের সাথে পার্টনার হিসেবে আছে। মিনিমাম ১০০ ডলার হলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। মিডিয়া.নেট থেকে কেমন ইনকাম করতে পারবেন সেটি নির্ভর করে ওয়েবসাইট ভিজিটরের দেশের উপর। আপনার ওয়েবসাইটের ভিজিটর যদি কোন উন্নত দেশ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বেশি ইনকাম করতে পারবেন। মিডিয়া.নেট সাধারণত বিজ্ঞাপন দেখা এবং বিজ্ঞাপনে ক্লিক করা উভয় ক্ষেত্রে পেমেন্ট করে থাকে।
মিডিয়া.নেট এর অ্যাপ্রভাল পাওয়ার জন্য তাদের গাইডলাইন সম্পর্কে নিচে কিছু তথ্য দেওয়া হলো।
• আপনার ওয়েবসাইটের বেশিরভাগ ভিজিটর অবশ্যই উন্নত দেশগুলো থেকে হতে হবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি।
• আপনার ওয়েবসাইটের কনটেন্ট অবশ্যই ইংরেজিতে হতে হবে।
• আপনার ওয়েবসাইটের পোস্টগুলো অবশ্যই ইউনিক হতে হবে।
উপসংহার
বর্তমানে অনলাইনে বহু বিজ্ঞাপন নেটওয়ার্ক আছে তবে সকলে সমান পেমেন্ট করে না। উপরে উল্লেখিত বিজ্ঞাপন নেটওয়ার্ক গুলো তুলনামূলক ভাবে বেশি পেমেন্ট করে থাকে এবং তাদের বিজ্ঞাপনের কোয়ালিটিও উচ্চমানের হয়ে থাকে। আপনি যদি আপনার মোবাইলে অ্যাপস বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনি আপনার পছন্দের নেটওয়ার্কটি বেছে নিতে পারেন। উপরের উল্লেখিত সব কয়টি বিজ্ঞাপন নেটওয়ার্ক খুবই বিশ্বস্ত এবং তারা প্রতিমাসে নিয়ম অনুযায়ী পেমেন্ট করে থাকে। উপরের সকল বিজ্ঞাপন নেটওয়ার্ক ডলার সাপোর্ট করে এবং জনপ্রিয় পেমেন্ট মেথড গুলো ব্যবহার করে সুতরাং পেমেন্ট পেতে আপনাকে বেশি ঝামেলা পোহাতে হবে না।