কর্মচারীর সংখ্যার ভিত্তিতে বিশ্বের সেরা পাঁচটি কোম্পানি

কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বহু প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও তাদের কর্মচারীর সংখ্যা খুবই কম যার ফলে বেশি মানুষ চাকরির সুযোগ পায় না। এটি দেশের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলে। তবে বহু প্রতিষ্ঠান আছে যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সাথে সাথে বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগ দিয়ে থাকে আজকের পোস্টে এমনই পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই রিপোর্টটি ২০২৪ সালের মে মাসের তথ্য অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।


কর্মচারীর সংখ্যার ভিত্তিতে বিশ্বের সেরা পাঁচটি কোম্পানি



১. ওয়ালমার্ট

ওয়ালমার্ট ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। স্যাম ওয়ালটন হল ওয়ালমার্টের প্রতিষ্ঠিতা। ওয়ালমার্ট মূলত একটি সুপার মার্কেট বা শপিংমলের মতো এখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় এবং সেবা প্রদান করা হয়ে থাকে। ২০২৪ সালের মে মাসের তথ্য অনুযায়ী ১৯ টি দেশে ওয়ালমার্টের মোট ১০,৫০০ টি স্টোর ও ক্লাব রয়েছে এবং তাদের অনলাইন ওয়েবসাইটও রয়েছে। বর্তমান সময়ে শেয়ার বাজারে ওয়ালমার্টের মার্কেট ক্যাপ ৪৮৮ বিলিয়ন ডলারের বেশি। ২০১৪ সালে কোম্পানিটির মার্কেট ক্যাপ ছিল ২৭৬ বিলিয়ন ডলার। মাত্র ১০ বছরে কোম্পানিটি প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কর্মচারীর দিক দিয়ে ওয়ালমার্টে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ চাকরি করে থাকে। বর্তমান সময়ের তথ্য অনুযায়ী ওয়ালমার্টে ২১ লক্ষের অধিক কর্মচারী কাজ কাজ করেন। ওয়ালমার্টে বিভিন্ন ধরনের চাকরি পাওয়া যেতে পারে যেমন সেলস, মার্কেটিং, ডেলিভারি, সফটওয়্যার ডেভেলপার, লজিস্টিক ও সরবরাহ চেইন ম্যানেজমেন্ট, ডাটা এনালাইসিস সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়ে থাকে।

সংক্ষেপে ওয়ালমার্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো।

প্রতিষ্ঠা:- স্যাম ওয়ালটন ১৯৬২ সালে প্রতিষ্ঠা করেন।
স্টোর সংখ্যা:- ১০,৫০০ টি
কর্মচারীর সংখ্যা:- ২১ লাখ
শেয়ার মার্কেট ক্যাপ:- ৪৮৮ বিলিয়ন ডলার
কর্মচারীদের গড় বেতন:- বেতন মূলত আপনার দেশ এবং কাজের পর্যায়ের উপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের গড় বেতন সাধারণত ৪০ হাজার ডলার থেকে ৩ লাখ ডলার পর্যন্ত হতে পারে।


২. অ্যামাজন

জেফ বেজোস ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠিত করেন। প্রথমে এটি বই বিক্রয়ের প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সকল ধরনের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে। বর্তমানে ই-কমার্স বিজনেস ছাড়াও প্রতিষ্ঠানটি ক্লাউড, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এআই সহ বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। ২০২৪ সালের মে মাসের তথ্য অনুযায়ী কোম্পানিটির মার্কেট ক্যাপ ১.৯ ট্রিলিয়ন ডলার। ২০১৪ সালে কোম্পানিটির মার্কেট ক্যাপ ছিল ১৪৪ বিলিয়ন ডলার অর্থাৎ কোম্পানিটি মাত্র দশ বছরে অর্থনৈতিকভাবে ১৩ গুণের বেশি বড় হয়েছে। কর্মচারীর দিক দিয়ে অ্যামাজন পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ কোম্পানি। বর্তমানে ১৫ লক্ষের অধিক মানুষ অ্যামাজনে কর্মরত আছেন। অ্যামাজনে বিভিন্ন ধরনের চাকরি পাওয়া যায় যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাটা সাইন্টিস্ট, ডেলিভারি ম্যান ইত্যাদি। অ্যামাজন প্রতি বছর হাজার হাজার কর্মচারী নিয়োগ দিয়ে থাকে।

সংক্ষেপে অ্যামাজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো।

প্রতিষ্ঠা:- জেফ বেজোস ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন
কর্মচারীর সংখ্যা:- ১৫ লাখের অধিক
শেয়ার মার্কেট ক্যাপ:- ১.৯ ট্রিলিয়ন ডলার
কর্মচারীদের গড় বেতন:- বেতন বিভিন্ন দেশ এবং কাজের ধরনের উপর নির্ভর করে তবে যুক্তরাষ্ট্রে কর্মচারীদের গড় বেতন ৪৫ হাজার ডলার থেকে মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।


৩. ফক্সকন

ফক্সকন কোম্পানিটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করে থাকে যেমন টেলিভিশন, কম্পিউটারের উপকরণ, ওয়ারলেস স্পীকার ইত্যাদি। ফক্সকনের মূল কার্যালয় তাইওয়ানের তাইপেই শহরে অবস্থিত। ২০২৪ সালের মে মাসে তথ্য অনুযায়ী কোম্পানিটির মার্কেট ক্যাপ ৭২ বিলিয়ান ডলার। কোম্পানিটির মার্কেট ক্যাপ অনুযায়ী এটি পৃথিবীর ২৩৯ তম মূল্যবান কোম্পানি। বর্তমানে অর্থনৈতিকভাবে কোম্পানিটি ২৩৯ তম অবস্থানে থাকলেও কর্মচারীর দিক দিয়ে কোম্পানিটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানি। বর্তমানে কোম্পানিটিতে মোট ৮ লাখ ২০ হাজার কর্মচারী কাজ করেন। ফক্সকনে বিভিন্ন ধরনের চাকরি পাওয়া যায় যেমন ইঞ্জিনিয়ার, ডেভেলপার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদি। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো ফক্সকন থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য নিয়ে থাকে যেমন অ্যাপেল, স্যামসাং সহ ইত্যাদি নামিদামি প্রতিষ্ঠান।

সংক্ষেপে ফক্সকন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো।

প্রতিষ্ঠা:- কোম্পানিটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়
কর্মচারীর সংখ্যা:- ৮ লাখের অধিক
শেয়ার মার্কেট ক্যাপ:- ৭২ বিলিয়ন ডলার
কর্মচারীদের গড় বেতন:- দেশ এবং পেশা অনুযায়ী বেতন ভিন্ন হয়ে থাকে তবে তাই তাইওয়ানে কর্মচারীদের বেতন সাধারণত ৩০ হাজার ডলার থেকে ১ লাখ ডলারের উপর হতে পারে।


আরো পড়ুন: বিশ্বের প্রভাবশালী গাড়ি নির্মাতা কোম্পানিগুলো সম্পর্কে জানতে নিচের পোস্টটি পড়ুন।



৪. অ্যাকসেনচার

অ্যাকসেনচার কোম্পানিটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত করা হয়। কোম্পানিটির প্রধান কার্যালয় আয়ারল্যান্ডের ডুবলিন শহরে অবস্থিত। এই কোম্পানিটি মূলত স্বাস্থ্য, এনার্জি, অটোমবিল, ব্যাংকিং সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ও পরিসেবা উন্নয়নে সহায়তা করে থাকে। ২০২৪ সালের মে মাসের তথ্য অনুযায়ী শেয়ার বাজারে কোম্পানিটির মার্কেট ক্যাপ ১৯০ বিলিয়ন ডলার। ২০১৪ সালে কোম্পানিটির মার্কেট ক্যাপ ছিল ৫৮ বিলিয়ন ডলার সুতরাং মাত্র দশ বছরে কোম্পানিটি অর্থনৈতিকভাবে তিন গুনের অধিক বড় হয়েছে। বর্তমানে শেয়ার বজারের মার্কেট ক্যাপের ভিত্তিতে এটি পৃথিবীর ৬৫ তম মূল্যবান কোম্পানি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে কোম্পানিটি ৯ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। মার্কেট ক্যাপের দিক দিয়ে কোম্পানিটি পৃথিবীর ৬৫ তম হলেও কর্মচারীর দিক দিয়ে কোম্পানিটি চতুর্থ স্থানে অবস্থান করছে। বর্তমানে কোম্পানিটিতে ৭ লাখ ৩০ হাজারের অধিক মানুষ কর্মরত আছেন।

সংক্ষেপে অ্যাকসেনচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো।

প্রতিষ্ঠা:- ১৮৮৯ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়
কর্মচারীর সংখ্যা:- ৭ লাখ ৩০ হাজারের অধিক
শেয়ার মার্কেট ক্যাপ:- ১৯০ বিলিয়ন ডলার
কর্মচারীদের গড় বেতন:- কোম্পানিটির কর্মচারীদের বেতন দেশ এবং বিভিন্ন পজিশনে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে আয়ারল্যান্ডে কর্মচারীরা সাধারণত ৫০ হাজার ডলার থেকে ৩ লাখ ডলার পর্যন্ত আয় করে থাকে।


৫. ফোক্সওয়াগেন

ফোক্সওয়াগেন বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। ফোক্সওয়াগেন জার্মানির বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। কোম্পানিটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর জার্মানির ওলফসবার্গে অবস্থিত। বর্তমানে তাদের ২৭ টি দেশে ১০০ টির বেশি গাড়ি নির্মাণের কারখানা রয়েছে। ২০২৪ সালের মে মাসের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার বাজার মার্কেট ক্যাপ প্রায় ৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি। ২০১৪ সালে কোম্পানিটির মার্কেট ক্যাপ ছিল ১০৫ বিলিয়ন ডলার সুতরাং বিগত ১০ বছরে কোম্পানিটির মার্কেট ক্যাপ ৩৫ বিলিয়ন ডলার কমেছে। শেয়ারবাজারের মার্কেট ক্যাপের ভিত্তিতে ফোক্সওয়াগেন বিশ্বের ২৬২ তম মূল্যবান কোম্পানি। শেয়ার বাজারে কোম্পানিটির অবস্থা খুবই খারাপ হলেও কোম্পানিটি প্রচুর পরিমাণে কর্মচারী নিয়োগ দিয়ে থাকে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কোম্পানিটিতে ৬ লক্ষ ৫০ হাজার কর্মচারী কর্মরত আছেন। ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী কোম্পানিটির মুনাফা ছিল ২৪ বিলিয়ন ডলার।

সংক্ষেপে ফোক্সওয়াগেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো

প্রতিষ্ঠা:- ফোক্সওয়াগেন ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করা হয়
কর্মচারীর সংখ্যা:- ৬ লক্ষ ৫০ হাজারের অধিক
শেয়ার মার্কেট ক্যাপ:- ৭০ বিলিয়ন ডলার
কর্মচারীদের গড় বেতন:- বেতন মূলত দেশ এবং পেশার উপর নির্ভর করে তবে জার্মানিতে ফোক্সওয়াগেনের কর্মচারীদের বেতন সাধারণত ৪০ হাজার ডলার থেকে লক্ষ ডলারের উপর হয়ে থাকে।


উপসংহার

যখন কোনো বড় প্রতিষ্ঠান বিপুল পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করে তখন সেটি দেশের অর্থনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের শেয়ার মার্কেট ক্যাপ বিশাল হওয়া শর্তেও সেই তুলনায় কর্মচারীর সংখ্যা খুবই কম আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের শেয়ার মার্কেট ক্যাপ কম হওয়া শর্তেও তাদের কর্মচারীর সংখ্যা অনেক বেশি। যে সকল কোম্পানিতে কর্মচারীর সংখ্যা অধিক হয়ে থাকে তারাই মূলত দেশের বেকারত্ব দূর করতে সবচেয়ে বেশি সহায়তা করে।

Post a Comment

0 Comments